আমার ভাঙা ঘরে 

শবদাহকারী শব্দ হয় সমস্ত রাত ধরে—

বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে আমার ভাঙা ঘরে

জনশূন্য রাজ্যে আমার মৃত্যুকালীন ভয়

ঘুম আসে না, সমস্ত রাত মেঘের মর্মরে—

নিজের সাথেই আপন মনে করছি অভিনয়

শবদাহকারী শব্দ শুনে, আমার ভাঙা ঘরে

নিভু লন্ঠন, ভ্রান্ত উঠোন শূন্য পড়ে থাকে

যেমন থাকে পরিত্যক্ত ভাগাড় একা একা,

দেয়ালজুড়ে বিষধর কত সাপুড়ে ছবি আঁকে

যাব কোথায়, জগৎ জুড়ে শিকড় ফেলে রাখা

বৃষ্টি মাথায় অনন্তকাল দাঁড়ায়ে থাকি ঝড়ে

বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে আমার ভাঙা ঘরে