
একটা পাখি দুইটা পাখি
তিনটা পাখি কই?
হয়নি গোনা এই দ্যাখো না
উড়াল দিল ওই।
চারটা পাখি বসল ডালে
পাঁচটা পাখি নাই—
ছয়টা পাখি তাই একাকী
ভাবল উড়ে যাই।
সাতটা পাখি রইল বাকি
আটটা খুঁজে যাই—
নয়টা পাখি দশটা পাখি
কোথায় গেলে পাই?
সব পাখিরা দুষ্টু ওরা
রয় না বসে তাই—
আর হলো না কিচ্ছু গোনা
ধুত্তুরি ধুচ্ছাই!