চি ঠি প ত্র

অনলাইন ভোট

আমি প্রথম আলোর একজন নিয়মিত পাঠক। আপনাদের অনলাইনে ভোটের প্রশ্ন দেখে মাঝেমধ্যে অবাক হই। সেদিনের প্রশ্নটিও অনুরূপ। আপনাদের প্রশ্নটি ছিল, রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষ মারা যাচ্ছে, অগ্নিদগ্ধ হচ্ছে—সরকার এই দায় এড়াতে পারবে বলে মনে করেন কি?
এর উত্তর স্বাভাবিকভাবে আশা করেছেন, অবশ্যই না। হ্যাঁ, আপনার প্রশ্নের জবাবে আমিও বললাম, অবশ্যই না। যেহেতু সরকার জনগণের নিরাপত্তা দেবে, এটাই স্বাভাবিক। সহজ-সরল ভাষায় আমরা তাই বলে থাকি। কিন্তু বিরোধী দল কি রাজনৈতিক দল নয়?

তারা তো সন্ত্রাসী দল হিসেবে নিবন্ধিত নয়। রাজনৈতিক দল হিসেবে যদি নিবন্ধিত হয়, তাহলে জনগণের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য অবশ্যই রয়েছে। শুধু পেট্রলবোমা মেরে ক্ষমতায় গিয়ে অতঃপর জনগণের উন্নয়ন ও ইচ্ছার প্রতিফলন ঘটাবে, এর নাম কি রাজনীতি? এর নাম কি গণতন্ত্র?
আমরা যারা রাস্তায় চলাফেরা করি, যাঁরা পেটের দায়ে বাস, সিএনজি, টেম্পো, ঠেলাগাড়ি চালান, তাঁদের গায়ে তো লেখা থাকে না, আওয়ামী লীগ, জাসদ, বিএনপি বা জামায়াত। তাহলে এই আমজনতার ওপর বিরোধী দলের এ নগ্ন আক্রমণ কেন? আপনাদের অনলাইন প্রশ্ন দেখে মনে হয়েছে, এতে বিরোধী দলের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও উৎসাহিত হবে।

মো. শাহজাহান
আরামবাগ, ঢাকা।