Thank you for trying Sticky AMP!!

শিক্ষাগত যোগ্যতা

বলা হয়ে থাকে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আমাদের দেশে যেকোনো চাকরির জন্য প্রথম যে যোগ্যতাটি দরকার, তা হলো শিক্ষাগত যোগ্যতা। কিন্তু দেখা যাচ্ছে, আমাদের দেশে জনপ্রতিনিধিদের বেলায় তা হচ্ছে না।
একজন জনপ্রতিনিধির যদি শিক্ষা না থাকে, তাহলে সে জনগণকে কী শিক্ষা দেবে! আমরা জানি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের মূল্যবোধ হবে, এটাই সবার কাম্য। কিন্তু গণতন্ত্রের নামে কোনো অশিক্ষিত-নিরক্ষর ব্যক্তি জনগণের প্রতিনিধি হবেন, এটা কারও কাম্য হতে পারে না।
তাই জনপ্রশাসন ও নির্বাচন কমিশনারের কাছে আমাদের আবেদন, জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হোক।
মো. ইলিয়াছ আলম সুমন
হারামিয়া, সন্দ্বীপ।