চিঠিপত্র

হাকালুকি হাওর

বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হচ্ছে হাকালুকি হাওর। এটি মৌলভীবাজার ও সিলেট জেলার পাঁচটি উপজেলা নিয়ে বিস্তৃত হলেও হাকালুকি হাওরের প্রায় অর্ধেক পড়েছে বড়লেখা উপজেলায়। হাকালুকি হাওরে ছোট, বড় ও মাঝারি আকারের সব মিলিয়ে প্রায় ২৩৮টি বিল রয়েছে। শীতকালে এসব বিল ঘিরে পরিযায়ী পাখির বিচরণে মুখরিত হয়ে ওঠে পুরো হাওর এলাকা।
প্রতিবছর শীতের সময় প্রায় ২০০ প্রজাতির বিরল অতিথি পাখি আসে এই হাওরে। শীতকালে পাখির কলকাকলিতে নতুন ছন্দ পায় হাকালুকি হাওর। তা ছাড়া, সারা বছরই দেশীয় নানা প্রজাতির পাখির আনাগোনা দেখা যায় হাকালুকি হাওরে।
বর্ষাকালে আবার নতুন রূপ লাভ করে হাকালুকি হাওর। চারদিকে অথই পানি, তার মধ্যে মাঝিদের নৌকা—এই দৃশ্য হাকালুকিকে দেয় নতুন শোভা। আর এসব নজরকাড়া দৃশ্য দেখতে মানুষ ছুটে চলছে হাকালুকির পানে।
হাকালুকির প্রতি মানুষের এই আগ্রহ দেখে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ ও বন অধিদপ্তরের অধীনে হাকালুকি হাওরের হোদাই বিল এলাকায় একটি পর্যটনকেন্দ্র স্থাপনের কাজ চলছে এবং তা অনেকটা শেষের দিকে। এখন লোকসমাগম দিন দিন বাড়ছে। ভালোভাবে রক্ষণাবেক্ষণ করলে এই হাকালুকি পর্যটনকেন্দ্র হতে পারে দেশের পর্যটনশিল্পের অন্যতম আকর্ষণ।
জাবেদ আহমদ
বড়লেখা, মৌলভীবাজার।