Thank you for trying Sticky AMP!!

মোটা আমন ধান রোপণে গরু দিয়ে খেতে মই দিচ্ছে কৃষক। দক্ষিণ পইকখালি গ্রাম, ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর, ২৯ আগস্ট

এক ঝলক (৩১ আগস্ট, ২০২০)

বিদ্যুতের তারজুড়ে শুধু শালিক আর শালিক। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ৩১ আগস্ট
করোনা সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহারের নির্দেশনা রয়েছে। তবু বাড়ছে না সচেতনতা। ট্রাফিক মোড়, পাবনা, ৩১ আগস্ট
স্বরূপে ফিরছে সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলো। প্রতিদিন এখন পর্যটকেরা ভিড় করছেন। রাতারগুল, গোয়াইনঘাট উপজেলা, সিলেট, ৩০ আগস্ট
মাটি দিয়ে পাখির বাসা তৈরি করে শুকানো হচ্ছে। পাইকারি দরে প্রতিটি পাখির বাসা ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। কদিমপাড়া গ্রাম, বগুড়া সদর, ২৯ আগস্ট
স্বাস্থ্য সুরক্ষায় তাঁরা মুখে মাস্ক ব্যবহার করলেও সামাজিক দূরত্ব মেনে চলার বালাই নেই। মানসিক হাসপাতাল সড়ক, বিসিক শিল্প এলাকা, পাবনা, ২৯ আগস্ট
মোটা আমন ধান রোপণে গরু দিয়ে খেতে মই দিচ্ছে কৃষক। দক্ষিণ পইকখালি গ্রাম, ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর, ২৯ আগস্ট
ঝড়ের ঝাপটা ও বিষখালী নদীর ঢেউয়ের তোড়ে অনেক গাছপালার ক্ষতি হয়েছে। চল্লাটিমারা গ্রাম, পাথরঘাটা উপজেলf, বরগুনা, ২৮ আগস্ট
মেঘলা আকাশ আর সবুজ জমিনের মিতালি। গত বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচল থেকে তোলা
শহরের কোলাহল থেকে একটু দূরে গাছের ডালে বসে আছে পাখি। গত বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচল থেকে তোলা