হাসেম ফুডস কারখানায় আগুন লাগে আগের দিন রাতে। তা নেভাতে পরদিন সকালেও চলছে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৯ জুলাই ২০২১রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের ভর্তির সিট খালি নেই। তাই করোনায় আক্রান্ত নাসরিন সুলতানকে মোটরসাইকেলে নিজের সঙ্গে বেঁধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাচ্ছেন স্বামী মো. রাজু। মুগদা, ঢাকা, ২৮ জুলাই ২০২১
বিজ্ঞাপন
জামিনের পর বাইরে বেরিয়ে গাড়িতে হাতে পরীমনির লেখা প্রতিবাদের ভাষা। কাশিমপুর কারাগারের সামনে, ১ সেপ্টেম্বর ২০২১
বিজ্ঞাপন
দুই সপ্তাহের বেশি সময় ধরে ডিমে তা দিয়ে তিনটি ছানাকে পৃথিবীর আলো দেখিয়েছে কালো ঘাড় রাজন পাখিটি। এখন চলছে তাদের খাওয়ানো। মাহমুদপুর, পাবনা, ৮ মে ২০২১মোটরসাইকেলের আয়নায় নিজের মুখ দেখে নিচ্ছে বানরটি। ছবিটি ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর অনলাইনে ও ২৬ সেপ্টেম্বর ছাপা সংস্করণে ছাপা হলে বেশ আলোচিত হয়দিনাজপুর থেকে বাসের লকারে সিলেটে আনা হয়েছে কোরবানির পশু। বাসের তিনটি লকারে ৪৬টি ছাগল আনা হয়। ১৪ ঘণ্টা বাসযাত্রা শেষে ছাগলগুলো লকার থেকে নামানো হচ্ছে। সিলেটের কদমতলী থেকে ছবি তোলা। ছবিটি অনলাইনে প্রকাশিত হলে দেশজুড়ে সচেতন মহল প্রতিবাদ জানায়। পরে গাইবান্ধা থেকে ছাগলকারবারিকে আটক করে পুলিশ। ১৫ জুলাই ২০২১হাতে লেখা ও আঁকা শিক্ষার্থীর অনন্য শিল্পকর্ম প্রথম আলো পত্রিকা। তিন দিনে পত্রিকাটির প্রচ্ছদ অংশ সম্পন্ন করেছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরানী ইসলাম নিসা। বগুড়া শহরের মালতিনগর এলাকায়, ২ ডিসেম্বর ২০২০গ্রামবাংলায় নবান্ন উৎসব যেন আমন্ত্রণ জানিয়েছে টিয়ার দলকে। ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে বিলে, ধানের খেতে। তবে টিয়ার দলের আগমনে কৃষকদের কপালে পড়েছে কিছুটা চিন্তার ভাঁজ। গুমাই বিল, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ১৮ নভেম্বর ২০২০বিশ্ব পাই দিবস উপলক্ষে বৃহত্তম মানব পাই তৈরি করেছে ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থীরা। ছবিটি ২০২০ সালের ১৪ মার্চ দুপুরে ময়মনসিংহ জিলা স্কুল মাঠেআটকের পর আদালত থেকে কারাগারে নেওয়ার উদ্দেশে প্রিজন ভ্যানে তোলা হয় রোজিনা ইসলামকে। ১৮ মে ২০২১ছয় মাসের শিশু তাকবীরকে সড়কের পাশে দোকানের ওপর ঘুম পাড়িয়ে মা সুমি আক্তার পান-সিগারেট বিক্রি করেন। তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা, ১০ জুলাই ২০২১