কৃষকের সোনারঙা হেমন্ত

হেমন্ত এসেছে। নতুন ধান ঘরে তুলতে কৃষকদের ব্যস্ততার যেন শেষ নেই। গ্রামের মাঠে মাঠে দেখা যায় ধান কাটা ও মাড়াইয়ের আয়োজন। বগুড়া থেকে ছবিগুলো তুলেছেন সোয়েল রানা।

ধান কাটছেন একদল কৃষক
ধান কাটছেন একদল কৃষক
মাঠে ধানগাছের আঁটি বাঁধছেন এক কৃষক
ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক
কেটে রাখা ধানগাছের আঁটি বাঁধছেন দুই কৃষক
সদ্য কাটা ধান মাথায় করে বাড়ি নেওয়ার প্রস্তুতি
নতুন ধান নিয়ে বাড়ি ফেরা
মেশিনে ধান মাড়াই চলছে
মাড়াই শেষে ধান স্তূপ করছেন এক কৃষক
বাড়ির উঠানে চলছে ধান সিদ্ধ করার কাজ
সিদ্ধ করা ধান ঢেলে রাখা হচ্ছে