চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ চলছে অত্যাধুনিক রেলস্টেশনের। রেলপথের বিভিন্ন এলাকায় ঘুরে সম্প্রতি ছবিগুলো তোলা।
সৌরভ দাশচট্টগ্রাম
রেল চলাচলের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে রেলস্টেশন। ডুলাহাজারা এলাকা, কক্সবাজার।
বিজ্ঞাপন
কক্সবাজার সদরে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক মানের আইকনিক রেলস্টেশন। চান্দেরপাড়া এলাকা, কক্সবাজার।
বিজ্ঞাপন
আইকনিক রেলস্টেশনের অবকাঠামো তৈরির বিভিন্ন অংশে নির্মাণকাজ চলছে। চান্দেরপাড়া এলাকা, কক্সবাজার।কর্মযজ্ঞ চলছে দিনরাত। চান্দেরপাড়া এলাকা, কক্সবাজার।কক্সবাজার সদরে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক মানের আইকনিক রেলস্টেশন। চান্দেরপাড়া এলাকা, কক্সবাজার। অত্যাধুনিক মানের আইকনিক রেলস্টেশন তৈরির অবকাঠামো নির্মাণের কাজ চলছে। চান্দেরপাড়া এলাকা, কক্সবাজার। নদীর ওপর তৈরি করা হচ্ছে বিশাল আকারের বেশ কয়েকটি সেতু, চলছে কর্মযজ্ঞ। রামু এলাকা, কক্সবাজার। রেল চলাচলের জন্য নদীর ওপর তৈরি করা হচ্ছে বিশাল আকারের বেশ কয়েকটি সেতু। রামু এলাকা, কক্সবাজার।রেললাইন তৈরিতে শ্রমিকেরা কাজ করছেন। উত্তর কাহাতিয়া এলাকা, রামু উপজেলা, কক্সবাজার।রেললাইনের বিভিন্ন স্থানে থাকবে এমন বেশ কয়েকটি আন্ডারপাস। রামু এলাকা, কক্সবাজার।কক্সবাজার থেকে উত্তর কাহাতিয়া এলাকায় এর মধ্যেই বসানো হয়েছে রেললাইন। সেখানে কাজ করছেন শ্রমিকেরা। উত্তর কাহাতিয়া এলাকা, রামু উপজেলা, কক্সবাজার।রেল চলাচলের উদ্দেশ্যে এর মধ্যে বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে রেলস্টেশন। ডুলাহাজারা এলাকা, কক্সবাজার।কক্সবাজারের রামু উপজেলায় উত্তর কাহাতিয়া এলাকায় বসানো হয়েছে রেললাইন। উত্তর কাহাতিয়া, রামু উপজেলা, কক্সবাজার।