মুজিব শতবর্ষে অনুষ্ঠেয় নবম বাংলাদেশ গেমসের মাসকট শান্তির প্রতীক পায়রা।
মুজিব শতবর্ষে অনুষ্ঠেয় নবম বাংলাদেশ গেমসের মাসকট শান্তির প্রতীক পায়রা।

ছবিতে বাংলাদেশ গেমসের বর্ণিল উদ্বোধন

আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধন হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।গণভবন থেকে ভার্চ্যুয়ালি গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে স্টেডিয়ামে আসতে না পারায় তাঁর মুখে কিছুটা আক্ষেপ শোনা গেছে। ছবিতে ছবিতে দেখে নিন উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত

বাংলাদেশ গেমসের মাসকট শান্তির প্রতীক পায়রাকে আজ মাঠে আনা হয়েছে এমন সাজেই।
গেমসের মশাল হাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।
মার্চপাস্টে বাংলাদেশের ছোট ছোট লাল–সবুজ পতাকা নিয়ে নেমেছেন অ্যাথলেটরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টে বিভিন্ন দলের অ্যাথলেটরা।
গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলেটদের শপথ পড়াচ্ছেন আর্চার রোমান সানা।
মুজিব শতবর্ষে বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে বর্ণাঢ্য।
অনুষ্ঠানের একটা অংশ ছিল মনোজ্ঞ লেজার শো।
উদ্বোধনী অনুষ্ঠানের একপর্যায়ে ছিল আতশবাজির খেলাও।
রংবেরঙের আতশবাজি ফুটেছে বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করছেন দেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
সংগীত পরিবেশন করছেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনও।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।
নৃত্যের তালে তালে নৌকা বাইলেন শিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চটা যেন একটু বেশিই আলোকিত হয়ে উঠেছিল তখন।