দুধের গ্রাম

বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়া গ্রামটি ‘দুধের গ্রাম’ নামে পরিচিত। গ্রামটিতে আড়াই শর বেশি খামারি গবাদিপশু লালন-পালন করেন। সব মিলিয়ে এই খামারিদের গরু রয়েছে প্রায় দুই হাজার। এই গ্রামে দৈনিক এক থেকে দেড় হাজার লিটার দুধ উৎপাদন হয় বলে এখানকার খামারিরা জানিয়েছেন। দেশজুড়ে চলমান লকডাউন পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন এসব খামারি। খামারিরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁদের উৎপাদিত দুধ বাজারজাত করতে বেগ পেতে হচ্ছে। পাচ্ছেন না কাঙ্ক্ষিত দামও। এর সঙ্গে গবাদিপশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় সমস্যা বেড়েছে আরও।  

দুধের গ্রামে প্রতি লিটার দুধ বিক্রি হয় ৩৫ থেকে ৩৮ টাকায়।
দুধের গ্রামে প্রতি লিটার দুধ বিক্রি হয় ৩৫ থেকে ৩৮ টাকায়।
দুধ দহন করছেন এক খামারি।
বিক্রির জন্য বালতিতে ঢালা হচ্ছে দুধ।
দুধ বিক্রি করতে যাচ্ছেন এক গৃহিণী।
বিক্রয় সেন্টারে দুধ নিয়ে আসছেন এক খামারি।
খামারের গরুর জন্য ঘাস কিনে ফেরা।
গরুর খাবার নিয়ে যাচ্ছেন খামারিরা।
গ্রাম থেকে কেনা দুধ ভ্যানে ভরে যাত্রা।