ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন ও পশু-পাখি। গরম থেকে একটু স্বস্তি পেতে খাঁচার ভেতরের চৌবাচ্চায় খেলায় মেতে উঠেছে মা বাঘ জয়া ও দুই শাবক। পানিতে বাঘেদের দাপাদাপি করতে দেখে বেড়াতে আসা মানুষেরা যেন পেয়েছে কিছুটা প্রশান্তি। গত রোববার চট্টগ্রাম চিড়িয়াখানায়।
পানি দেখে মায়ের গায়ের ওপর লাফ ছোট শাবকটির
বিজ্ঞাপন
একা পানিতে দাপাদাপি শাবকটির
বিজ্ঞাপন
মায়ের পাশে দুই শাবক জল নিয়ে খেলায় ব্যস্তপানিতে মায়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত বাঘশাবকপানিতে টিকে থাকার কৌশলই যেন শিখিয়ে দিচ্ছে মা বাঘগরমে একটু স্বস্তি পেয়ে মায়ের পিটে উঠে বসে শাবকটিকিছুক্ষণ পরপর এভাবে ওপর থেকে লাফ দিতে ব্যস্ত থাকে শাবকগুলোগরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর শাবক