বিকেলের কাশবন

শরতে শিউলি, বেলি, বকুল, জুঁই, মাধবী, মল্লিকাসহ ফোটে আরও কিছু ফুল। ফোটে কাশফুলও। চট্টগ্রামের যেসব এলাকায় কাশফুল ফোটে, তার মধ্যে অন্যতম অনন্যা আবাসিক এলাকা। শরৎকালে এই কাশফুল দেখতে ভিড় করেন সাধারণ মানুষও।

বিশাল মাঠজুড়ে ফুটে আছে কাশফুল
পরিবারের সদস্যদের নিয়ে কাশফুল দেখতে আসা একটি পরিবার
কাশবনে সাইকেলে ছুটছে কিশোর
টিকটকের শুটিংয়ে ব্যস্ত দর্শনার্থী
চারদিকে ফুটে আছে কাশফুল। মধ্যে ছোট্ট একটি জায়গায় ফুটবল খেলছে কিশোরেরা
কাশবনে খেলায় মেতেছে দুটি শিশু
বিকেলে পাখির ওড়াউড়ি
মাঠজুড়ে কাশফুলের এই সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন পর্যটকেরা
শুভ্র কাশফুল সংগ্রহে ব্যস্ত এক নারী
বিকেলের রোদে কাশফুল