সিলেটের বন্যায় সেনাবাহিনীর উদ্ধারকাজ

সিলেট ও সুনামগঞ্জে হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয় দেখা দেয়। এমন অবস্থায় বন্যার পানিতে আটকে পড়া লোকজনকে উদ্ধারে গত শুক্রবার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনী নামানো হয়। বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট নগরের প্রায় সব এলাকা পানিতে তলিয়ে গেছে। এরই মধ্যে উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে বন্যায় সুরমার চরে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। সিলেট অঞ্চলে গতকাল শনিবার সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ তৎপরতার ছবিগুলো পাওয়া গেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কাছে থেকে।

বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী উদ্ধার করছে আটকে পড়া পরিবারের সদস্যদের।
বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী উদ্ধার করছে আটকে পড়া পরিবারের সদস্যদের।
একটি শিশুকে কোলে করে উদ্ধার করে আনছেন এক সেনাসদস্য।
ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীর সদস্যরা।
বন্যার পানি রোধের চেষ্টায় সেনাসদস্যরা।
সুরমার চরে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ উদ্ধার করে সেনাবাহিনী।