আরণ্যক নাট্যদলের সাড়া জাগানো নাটক ‘রাঢ়াঙ’–এর ২০০তম প্রদর্শনী হয়ে গেল শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। দেশ–বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়েছে। ২০০৪ সালের ২ সেপ্টেম্বর প্রথম মঞ্চে আসে ‘রাঢ়াঙ’। সাঁওতালদের জীবনাচার, সামাজিক-রাজনৈতিক অধিকার ও সংগ্রামী ঐতিহ্য নিয়ে গবেষণাধর্মী নাটকটি লিখেছেন মামুনুর রশীদ, নির্দেশনাও তাঁরই। এবার অনেক দিন পর এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান। নাটকের বিভিন্ন অংশে নাটকীয় মুহূর্ত নিয়ে এবারের ছবির গল্প। সম্প্রতি ছবিগুলো তুলেছেন তানভীর আহাম্মেদ ও দীপু মালাকার।
