প্রধানমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় দিন

চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সামনে গাড়ি থেকে নামছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: এএফপি
রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শেখ হাসিনাকে কিছু বিষয়ে অবগত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দিচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল
নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির হায়দরাবাদ হাউস
হায়দরাবাদ হাউসে একান্ত বৈঠকের আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
যৌথ সংবাদ সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি বই উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। নয়াদিল্লির হায়দরাবাদ হাউস