আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২ বিজয়ী হয়েছেন মাকসুদা খাতুন। হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তরের পর ফিন্যান্সে এমবিএ করেন তিনি। পড়াশোনা শেষে যোগ দেন শিক্ষকতায়। এভাবে কেটে যায় কয়েক বছর। স্বামী শোয়াইব হোসেন চামড়ার হাতমোজা রপ্তানি করতেন। ব্যবসায় বড় ধরনের লোকসান হলে ভেঙে পড়েন তিনি। এ অবস্থায় স্বামীর পাশে দাঁড়ান মাকসুদা। নিজের অলংকার বিক্রি ও ধারদেনা করে পুঁজি জোগান। রাজধানীর হাজারীবাগে ‘শাবাব লেদার’ নামে চামড়ার পণ্য তৈরির কারাখানা স্থাপন করেন। ২০১৭ সালে এক ডাচ দম্পতির ব্যাগের ফরমাশ পান। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। ব্যাগ, ওয়ালেট, এক্সিকিউটিভ ফাইল, বেল্টসহ নানা ধরনের পণ্য তৈরি হয় কারখানায়। শাদাব লেদার কারখানা ঘুরে এবারের ছবির গল্প।
