সামুদ্রিক মাছের জমজমাট বাজার

সরকারি নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে শুরু হয়েছে মাছ ধরা। বেশ কিছুদিন বন্ধ থাকার কারণে জেলেদের জালে ধরা পড়ছে বিভিন্ন রকমের মাছ। এর মধ্যে রয়েছে লইট্টা, ফাইসা, চিংড়ি, লাখ্যা,টুনা,কই, পোপা, কোরালসহ নানা প্রজাতির বিভিন্ন আকারের মাছ। সকাল সকাল ট্রলার থেকে শ্রমিকেরা এসব মাছ তুলেন বিভিন্ন পরিবহনে। সেখান থেকে এই মাছ বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় বাজারে। আর বিভিন্ন এলাকা থেকে আসা বিক্রেতারা নিজেদের পছন্দ অনুসারে এসব মাছ কিনে নিয়ে যান। ট্রলার থেকে মাছ নামানো ও বিক্রির এমন ব্যস্ততায় জমজমাট হয়ে থাকে চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা।

ট্রলার থেকে নামানো হচ্ছে লইট্টা মাছ।
ট্রলার থেকে নামানো হচ্ছে লইট্টা মাছ।
ঠেলাগাড়িতে তোলা হচ্ছে বিভিন্ন রকমের মাছ।
ঝুড়িতে রাখা মাছে দেওয়া হচ্ছে বরফ।
ঠেলাগাড়ি ভর্তি ফাইস্যা মাছ।
ধরা পড়ছে রুপালি ইলিশও।
বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে শাপলা মাছ।
বিশাল আকারের এই পোপা ধরা পড়েছে ছেলেদের জালে।
বিক্রির জন্য সাজানো হচ্ছে লইট্টা মাছ।
বিশালাকারের সামুদ্রিক কই।
বিক্রির জন্য সাজিয়ে রাখা বিভিন্ন রকমের মাছ।
বিকিকিনিতে ব্যস্ত মাছের বাজার।
মাছ কিনছেন ক্রেতারা।
সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন আকারের টুনা মাছ।
বিক্রির জন্য আনা হয়েছে পাঙ্গাস।
ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে মাছ।
ঠেলাগাড়িতে করে বাজারে আনা হয়েছে মাছ।