স্যাটেলাইটে ভূমিকম্পের আগে ও পরের ছবি

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ক্ষয়ক্ষতির পরিমাণ যে কতটা, তা স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিগুলো দেখলে বোঝা যায়। কয়েক দিন আগেই যেসব শহর সাজানো-গোছানো ছিল, তা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কোথাও কোথাও ভবনগুলো মিশে গেছে মাটির সঙ্গে। এসব ভবনের বাসিন্দারা এখন স্টেডিয়ামসহ নানা খোলা জায়গায় গড়ে তোলা অস্থায়ী আশ্রয়শিবিরে অবস্থান নিয়েছেন।

ভূমিকম্পের আগে তুরস্কের আন্তাকিয়া শহরের একটি এলাকা। ২২ ডিসেম্বর ২০২২
ছবি: রয়টার্স
ভূমিকম্পের পর সেই এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। কয়েকটি ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ৮ ফেব্রুয়ারি ২০২৩
আন্তাকিয়া শহরে কিছুদিন আগেও সবুজের মধ্যে দাঁড়িয়েছিল ভবনগুলো। ২২ ডিসেম্বর ২০২২
ওই এলাকার অনেক ভবন মিশে গেছে মাটির সঙ্গে। ৮ ফেব্রুয়ারি ২০২৩
আন্তাকিয়ার এই এলাকা ছিল বেশ সাজানো-গোছানো। ২২ ডিসেম্বর ২০২২
ভূমিকম্পের পর ওই এলাকার চিত্র। ৮ ফেব্রুয়ারি ২০২৩
আন্তাকিয়ায় সারি বেঁধে দাঁড়িয়ে ছিল বহুতল ভবনগুলো
ভূমিকম্পের পর ভবনগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে
আন্তাকিয়ায় গা–ঘেঁষাঘেঁষি করে নির্মাণ করা হয়েছিল ভবনগুলো। ২২ ডিসেম্বর ২০২২
ভূমিকম্পের পর ধসে পড়েছে ওই এলাকায় অধিকাংশ ভবন। ৮ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পের আগে তুরস্কের কাহরামানমারাস প্রদেশের একটি এলাকা। ২৬ জুলাই ২০২২
ভূমিকম্পের পর এলাকাটিতে কিছুই অবশিষ্ট নেই বলা চলে। সেখানে স্টেডিয়ামে খোলা হয়েছে আশ্রয়শিবির। ৮ ফেব্রুয়ারি ২০২৩