শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ক্ষয়ক্ষতির পরিমাণ যে কতটা, তা স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিগুলো দেখলে বোঝা যায়। কয়েক দিন আগেই যেসব শহর সাজানো-গোছানো ছিল, তা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কোথাও কোথাও ভবনগুলো মিশে গেছে মাটির সঙ্গে। এসব ভবনের বাসিন্দারা এখন স্টেডিয়ামসহ নানা খোলা জায়গায় গড়ে তোলা অস্থায়ী আশ্রয়শিবিরে অবস্থান নিয়েছেন।