ঈদে লঞ্চে বাড়ি ফেরা

নাড়ির টানে ঈদের লম্বা ছুটিতে বাড়ি যাচ্ছে মানুষ। বাড়ি ফেরার আনন্দে হাস্যোজ্জ্বল মুখ এক লঞ্চ যাত্রীর। ছবিগুলো আজ সোমবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আবদুস সালাম
নাড়ির টানে ঈদের লম্বা ছুটিতে বাড়ি যাচ্ছে মানুষ। বাড়ি ফেরার আনন্দে হাস্যোজ্জ্বল মুখ এক লঞ্চ যাত্রীর। ছবিগুলো আজ সোমবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আবদুস সালাম
কিছুদিনের জন্য হলেও পড়ালেখাকে ছুটি দিতে পেরেই ওর বোধ হয় এত আনন্দ। ছবি: আবদুস সালাম
ঘাটে ভিড়তে গিয়ে একটি লঞ্চ আরেকটি লঞ্চের জানালা ভেঙে ঢুকে গেছে। ছবি: আবদুস সালাম
স্বজনের সঙ্গে ঈদ করতে যেতে হবে গ্রামের বাড়ি। লঞ্চ টার্মিনালে তাই এমন উপচে পড়া ভিড়। ছবি: আবদুস সালাম
চরফ্যাশনের লঞ্চে উঠতে রীতিমতো প্রতিযোগিতায় নামতে হয় যাত্রীদের। ছবি: আবদুস সালাম
লঞ্চের প্রবেশমুখে প্রচণ্ড ভিড়। কি আর করা এভাবেই শিশুকে টেনে লঞ্চে তুলছেন একজন। ছবি: আবদুস সালাম
ঝুঁকি নিয়ে শিশুসহ লঞ্চে উঠছেন একজন। ছবি: আবদুস সালাম
অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে শিশুটি। ছবি: আবদুস সালাম
লঞ্চের মধ্যে তিল পরিমাণ জায়গা নেই। ছবি: আবদুস সালাম
ছাদেও উঠেছেন যাত্রী। ছবি: আবদুস সালাম
লঞ্চের মেঝেতে দুই শিশু নিয়ে বসার জায়গা পেয়েই খুশি এই যাত্রী। ছবি: আবদুস সালাম
বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাচ্ছে একের পর এক লঞ্চ। ছবি: আবদুস সালাম