Thank you for trying Sticky AMP!!

উফফ, গরম!

সিলেটে বৈশাখের খরতাপ বেড়েই চলেছে। জনজীবনে নেমেছে স্থবিরতা। গরমে ক্লান্ত শরীর নিয়ে ব্রিজের রেলিংয়ে ঘুমিয়ে পড়েছেন এক ব্যক্তি। কিনব্রিজ, সিলেট, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
গরমের রসাল ফল তরমুজের চাহিদা বেশ। গরমে স্বস্তি পেতে এক ফালি তরমুজের জুড়ি নেই। এ সময়ে বেড়ে যায় তরমুজের বিকিকিনি। ট্রাকে করে আনা তরমুজ বিক্রির জন্য রাখা হচ্ছে দোকানে। কদমতলি, সিলেট, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
কমছে না গরমের দাপট। অসহনীয় রোদ আর গরমে বেড়ে গেছে হাতপাখার চাহিদা। এই সুযোগে হাতপাখা ফেরি করে বিক্রির জন্য বেড়িয়েছেন এক ফেরিওয়ালা। কদমতলি, সিলেট, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
বাজারে উঠেছে গ্রীষ্মের ফল বাঙ্গি। পুষ্টিগুণে সমৃদ্ধ রসাল ফল বাঙ্গির চাহিদাও বেশ। দোকান ভর্তি বাঙ্গি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। সিলেট, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
তপ্ত দুপুরে পানির টেপে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা এক কাকের। রেলওয়ে স্টেশন, সিলেট, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
পাইপ বেয়ে পানি পড়ছে না। তারপরও মুখ লাগিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা একটি ফিঙের। রেলওয়ে স্টেশন, সিলেট, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
পানি পান করতে এসেছে বুলবুলি পাখি। রেলওয়ে স্টেশন, সিলেট, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
পাইপে মুখ ঢুকিয়ে পানির স্বাদ নিচ্ছে পায়রাটি। পাশে বসে আছে আরেকটি পায়রা। রেলওয়ে স্টেশন, সিলেট, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ