Thank you for trying Sticky AMP!!

চকের ইফতার-ঐতিহ্য

প্রতিবছরের মতো এই রমজানেও পুরান ঢাকার চকবাজার এলাকায় বসেছে ইফতার বাজার। নানা মুখরোচক ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ঢাকা, ১৮ মে। শুভ্র কান্তি দাশ
চকবাজারের এই সুতি কাবাবের খ্যাতি দেশজুড়ে। ঢাকা, ১৮ মে। শুভ্র কান্তি দাশ
রোজাদারদের কাছে পুরান ঢাকার দইবড়ার চাহিদা রয়েছে। ঢাকা, ১৮ মে। শুভ্র কান্তি দাশ
রসে ভরা পাহাড়ের জলডুগি আনারস। ঢাকা, ১৮ মে। শুভ্র কান্তি দাশ
ক্রেতারা কিনছেন চপ, বেগুনি, পিঁয়াজু— আরও কত কি। ঢাকা, ১৮ মে। শুভ্র কান্তি দাশ
পাওয়া যাচ্ছে লোভনীয় খাসির রোস্ট। ঢাকা, ১৮ মে। শুভ্র কান্তি দাশ
ঐতিহ্যবাহী এসব খাদ্যসামগ্রী কিনতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসেন এই বাজারে। ঢাকা, ১৮ মে। শুভ্র কান্তি দাশ
বাটিভর্তি পুরান ঢাকার ফালুদা, আরও আছে বোরহানি। ঢাকা, ১৮ মে। শুভ্র কান্তি দাশ