করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল সব বিনোদনকেন্দ্র। গত মাসের ১৯ তারিখ থেকে খুলেছে সব বিনোদনকেন্দ্র। এসব কেন্দ্রে বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এসব জায়গায় দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু কিছু বিনোদনকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা হলেও বেশির ভাগ কেন্দ্রে ঘুরতে আসা লোকজন ছিলেন উদাসীন। পুরান ঢাকার ইসলামপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে শুক্রবার বিকেলের কিছু ছবি নিয়ে আজকের ছবির গল্প।
