Thank you for trying Sticky AMP!!

নাগরিক ছবি (০১ আগস্ট, ২০২০)

স্বেচ্ছাসেবক সংগঠন ‘মুক্ততরী’র শুকনো খাবার উপহার পেয়ে একটু যেন স্বস্তি ফিরি পেয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বানভাসি মানুষ। টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ, ৩১ জুলাই। ছবি: রাব্বি হাসান
কেউ কোথাও নেই। ভবানীগঞ্জ, খোকসা, কুষ্টিয়া, ৩১ জুলাই। ছবি: বিজয় কৃষ্ণ পাল
নৌকার নদী বুড়িগঙ্গা। শত শত নৌকা প্রতিনিয়ত মানুষ পারাপারে ব্যস্ত সময় পার করে এখানে। ৩১ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর। তাদের কাছে ঈদের কোনো আমেজ নেই। হয়নি ঈদ বাজারও। বন্যার্তদের ঈদসামগ্রী প্রদান করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ফজলুল হক কাওছার মোল্যা। কাঁচিকাট, সখিপুর, শরীয়তপুর, ৩১ জুলাই। ছবি: আসিফ আহমেদ
পরম যত্নে পদ্মার পানিতে গরু গোসল করাচ্ছেন। ভবানীগঞ্জ, খোকসা, কুষ্টিয়া, ৩১ জুলাই। ছবি: বিজয় কৃষ্ণ পাল
নরসিংদীর মনোহরদীর দৌলতপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের এসএসসি-২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যাচের শিক্ষার্থীদের ও সামর্থ্যবানদের সহযোগিতায় ঈদের উপহারসামগ্রী বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় কক্ষে ৭৫টি পরিবারে মাঝে ঈদের দিন রান্নার প্রয়োজনীয় উপকরণ তেল, পোলাওয়ের চাল, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচ, লং, দারুচিনি, ডেটল সাবান, মাস্কসহ নানা সামগ্রী বিতরণ করা হয়। ছবি: মো. আল-ফাহাদ
‘স্বাস্থ্যবিধি পালন করি, করোনামুক্ত মহল্লা গড়ি’ স্লোগান নিয়ে বাগেরহাটে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে আজ শনিবার পবিত্র ঈদুল আজহার দিনে মাস্ক বিতরণ করা হয়। আলিয়া মাদ্রাসা, বাগেরহাট, ১ আগস্ট। ছবি: মাহবুব হোসেন
বর্ষায় খালগুলো পানিতে পূর্ণ থাকে, তখন চারদিকে হরেক পদ্ধতিতে মাছ ধরার ধুম পড়ে যায়। তেমনি এই ব্যক্তি মাছ ধরায় মগ্ন। ৩১ জুলাই। ছবি: পারভেজ আহমেদ ঈমন
স্নিগ্ধ সবুজের বুকে সুন্দরী মাকড়সা। পশ্চিম গাড়াখোলা, মধুখালী, ফরিদপুর, ১ আগস্ট। ছবি: তানভীর তানিম
পবিত্র ঈদুল আজহার গরু কোরবানির পর কাটাকাটি করা হচ্ছে। বড় দেওয়ানপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১ আগস্ট। ছবি: আরিফুল ইসলাম ঠাকুর সায়েল
তিন চাকার বাহন বরাবরই ঝুঁকিপূর্ণ। আলমসাধু নামে পরিচিত এ বাহনে ঈদের আমেজে ১১ জন কিশোরের আনন্দফুর্তি। কোনো মাস্ক, গ্লাভস ছাড়াই সাউন্ড বক্স এবং জেনারেটর নিয়ে করছে হইহুল্লোড়। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর থেকে ছবিটি ১ আগস্ট তোলা। ছবি: মামুন সোহাগ