Thank you for trying Sticky AMP!!

নাগরিক ছবি (০৪ আগস্ট, ২০২০)

পল্লি গগনে উড়ছে একদল সাদা মেঘের ভেলা। আর নিচে ঠায় দাঁড়িয়ে আছে গ্রামের শেষ প্রান্তের শেষ বাড়িটি। খানপাড়া, সখীপুর, শরীয়তপুর, ৪ আগস্ট। ছবি: আফজাল তাহফি রোহান
খুলতে শুরু করেছে কলকারখানা। জীবনের তাগিদে সবাই ছুটে যাচ্ছে ব্যস্ত নগরীতে। সন্দ্বীপ গুপ্তছড়া ঘাট থেকে গতকাল সোমবার ছবিটি তোলা হয়েছে। ছবি: আনামুল হক রাসেল
গোধূলির রং মেখে প্রকৃতি যখন সাজে। বারেকগ্রাম, রাজবাড়ী, ৪ আগস্ট। ছবি: তানভীর তানিম
প্রকৃতির রং, রূপ আর বৈচিত্র্যের মেলবন্ধনের এক অপার সৌন্দর্যের নাম হাকালুকি হাওর। ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৪ আগস্ট। ছবি: ছামি হায়দার
পানিতে টইটম্বুর চারদিক। বাড়ির চারপাশে পানি নৌকা ছাড়া কোথাও যাওয়ার অবকাশ নেই। আর এ বন্যার মৌসুমে বাড়ির পাশেই রয়েছে সিপ জাল। এই জালের ওপর নির্ভরশীল অনেক পরিবার। এই মৌসুমে বিলে, খালে পাতা হয়েছে সিপ জাল। মির্জাপুর, টাঙ্গাইল, ৩ আগস্ট। ছবি: খন্দকার নাঈমা আক্তার নুন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক, সামাজিক দূরত্ব কোনোটাই নেই। পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাকালুকি হাওর। ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৪ আগস্ট। ছবি: ছামি হায়দার
খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে বানরটি। আবাসিক এলাকা, টেকেরহাট, সিলেট, ৩ আগস্ট। ছবি: কাব্য সাহা
ছাদবাগানে কাঁটামুকুট। সৈয়দরোড, মোহাম্মদপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মাজেদা খানম বীথি