পাহাড়ের সৌন্দর্য

পাহাড়ছোঁয়া মেঘ–কুয়াশা দেখলে মনে হবে যেন শীত মৌসুম। আসলে তা নয়। আষাঢ়-শ্রাবণের আকাশে এই মেঘ এই বৃষ্টি এই রৌদ্রময় প্রকৃতির এমনই রূপ পাহাড়ে দেখা মেলে এ মৌসুমে।

বান্দরবান শহরের শঙ্খ নদের দুই পাশে সারি সারি সবুজে ঢাকা পাহাড়।
বান্দরবান সদরের চিম্বুক পাহাড়।
পাহাড় ট্র্যাকিংয়ে একদল তরুণ-তরুণী। ফুরমোন পাহাড়ের পাদদেশ, সাপছড়ি, রাঙামাটি।
পাহাড়ের ভেতর বান্দরবান পার্বত্য জেলা শহর। বন–জঙ্গলে ঢাকা সারি সারি সবুজ পাহাড় উপভোগ করতে আসেন পর্যটকেরা। বান্দরবান সদর।
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু পাহাড়।
দুই পাশে সুবলং পাহাড়, অনেক দূরে ফুরমোন পাহাড়ের মাঝখানে কাপ্তাই লেকের একাংশ। সুবলং ঝরনা, বরকল উপজেলা, রাঙামাটি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই কংলাক পাহাড়। পর্যটকেরা ‘ব্যাম্বো টি’ খেতে খেতে উপভোগ করেন।
রাঙামাটির বরকল উপজেলা সদরের ফালিটাংগে মোন পাহাড়।
পাহাড় ডিঙিয়ে চলে কেব্‌ল কার। বান্দরবান সদরের মেঘলা পর্যটনকেন্দ্র পাহাড়।
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু পাহাড়।
রাতে বৃষ্টির পর সকালে মেঘ শুয়ে থাকে পাহাড়ে। এমন সৌন্দর্যের ছবি তুলছেন শৌখিন আলোকচিত্রী। রাঙামাটি সদরের সাপছড়ি ফুরমোন পাহাড়।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র।
শেষ বিকেল। রাঙামাটি সদরের ফুরমোন পাহাড়ের সূর্যাস্ত।