মরা নদীর গান

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামের কিনারায় যমুনার ঘাট একসময় দর্শনার্থীদের পদচারণে মুখরিত থাকত। নদী মরে যাওয়ায় এখন সেই রমরমা ভাব নেই। নৌকা আছে, মানুষ নেই। ছবি: সোয়েল রানা, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামের কিনারায় যমুনার ঘাট একসময় দর্শনার্থীদের পদচারণে মুখরিত থাকত। নদী মরে যাওয়ায় এখন সেই রমরমা ভাব নেই। নৌকা আছে, মানুষ নেই। ছবি: সোয়েল রানা, বগুড়া
নদীর তট শুকিয়ে খটখট। নৌকা পড়ে আছে একলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
ঘাটের কাছে দোকানপাটেও নেই মানুষের ভিড়। ছবি: সোয়েল রানা, বগুড়া
শুকনো নদীর এককোণে জনমানবহীন কিছু নৌকা। ছবি: সোয়েল রানা, বগুড়া
নদীর বুকে পানি নেই, আছে ধু ধু মাঠ। নৌকায় নয়, হেঁটে যাচ্ছে মানুষ। ছবি: সোয়েল রানা, বগুড়া