Thank you for trying Sticky AMP!!

মেঘ-বৃষ্টি-ঝড়

সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড় হয়েছে। তার আগে কালো মেঘে ছেয়ে যায় আকাশ, দিনের বেলাতেই যেন রাত নেমে আসে। তাঁতীবাজার, ঢাকা, ৩০ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
আকাশে কালো মেঘের ভেলা। সঙ্গে তীব্র গতির বাতাস। সিঅ্যান্ডবি রোড, বরিশাল, ৩০ এপ্রিল। ছবি: সাইয়ান
কালো মেঘের কারণে দিনের বেলায় অন্ধকার নেমে আসে। তারপর শুরু হয় ঝড় ও বৃষ্টি। মজমপুর এলাকা, কুষ্টিয়া, ৩০ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
সকালের বৈশাখী ঝ‌ড়ে রাজশাহী নগ‌রে বেশ কিছু গাছ উপড়ে গেছে। সড়ক থেকে সেগুলো সরানোর কাজ চলছে। রাজশাহী-নওগাঁ মহাসড়ক, রাজশাহী, ৩০ এপ্রিল। ছ‌বি: শহীদুল ইসলাম
কালো মেঘে ঢাকা আকাশ। একটু পরই শুরু হয় ঝড়ের তাণ্ডব। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
মেঘের কারণে দিনের বেলা চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় বাতি জ্বালিয়ে চলছে যানবাহন। সিটি বাজার এলাকা, রংপুর, ৩০ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
দিনভর বৃষ্টিতে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে ভিজতে ভিজতেই রিকশাভ্যান ধাক্কা দিচ্ছেন এক শ্রমিক। জিন্দাবাজার এলাকা, সিলেট, ৩০ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
চট্টগ্রাম নগরে সকালেও ঝলমলে রোদ ছিল। দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। চট্টগ্রাম রেল স্টেশন এলাকা, চট্টগ্রাম, ৩০ এপ্রিল। ছবি: জুয়েল শীল
বৃষ্টির কারণে হাতিরঝিলের সড়কে জমেছে পানি। রামপুরা, ঢাকা, ৩০ এপ্রিল। ছবি: আবদুস সালাম