করটিয়া হাটের শাড়ি

টাঙ্গাইলের করটিয়া হাট দেশের সবচেয়ে পুরোনো ও বড় কাপড়ের বাজার। হাজার হাজার কাপড়ের ব্যবসায়ী এখানে ব্যবসা করছেন। সাধারণত হাট সপ্তাহে দুই দিন ধরে হয়। প্রতি মঙ্গলবার ভোরে হাট শুরু হয়ে বুধবার রাত পর্যন্ত চলে। বৃহস্পতিবার চলে খুচরা বেচাকেনা। বড় এই শাড়ির হাটের সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন ও জীবিকা।

নানা রঙের শাড়ির পসরা
নানা রঙের শাড়ির পসরা
বর্ণিল টাঙ্গাইল শাড়ি
গায়েহলুদের জন্য জনপ্রিয় এই শাড়ি
শাড়ি বাছাই করছেন ঢাকা থেকে আসা পাইকারি শাড়ির ক্রেতা
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নানা রঙের শাড়ি সাজিয়ে রাখছেন এক বিক্রেতা
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা ন্যায্যমূল্যে শাড়ি কিনতে আসেন এই হাটে
ক্রেতাদের শাড়ি দেখাতে ব্যস্ত এক বিক্রেতা
নানা রঙের তাঁতের শাড়ি হাট থেকে কিনে খুচরা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ক্রেতা
হাট থেকে পাইকারি দামে শাড়ি কিনে নিয়ে যাচ্ছেন এক খুচরা বিক্রেতা
সপ্তাহে দুই দিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে শাড়ির হাট