সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রাম। ‘শুঁটকির গ্রাম’ হিসেবে মাহতাবপুর বেশি পরিচিত। বিভিন্ন হাওর ও বাজার থেকে মাছ কিনে রোদে শুকিয়ে শুঁটকি উৎপাদন করেন সিলেট-সুনামগঞ্জ সড়ক লাগোয়া গ্রামটির ব্যবসায়ীরা। পরে এসব শুঁটকি আড়তে বিক্রি করেন তাঁরা। পাশাপাশি গ্রামটি থেকে বিদেশেও শুঁটকি রপ্তানি করা হয়। ছবিগুলো সম্প্রতি তোলা।