পয়লা বৈশাখ সামনে রেখে কুমাররা এখন মাটি দিয়ে খেলনা তৈরিতে ব্যস্ত। বৈশাখী মেলায় মাটির তৈরি শিশুদের এসব খেলনার বেশ চাহিদা থাকে। প্রতিটি খেলনা বিক্রি হয় ৫ থেকে ২০ টাকায়। রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিনপুর এলাকায় বৈশাখী মেলা উপলক্ষে মাটির খেলনা তৈরির নানা কর্মকাণ্ডের চিত্র নিয়ে এই ছবির গল্প