বৈশাখী মেলার জন্য তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন মাটির খেলনা

পয়লা বৈশাখ সামনে রেখে কুমাররা এখন মাটি দিয়ে খেলনা তৈরিতে ব্যস্ত। বৈশাখী মেলায় মাটির তৈরি শিশুদের এসব খেলনার বেশ চাহিদা থাকে। প্রতিটি খেলনা বিক্রি হয় ৫ থেকে ২০ টাকায়। রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিনপুর এলাকায় বৈশাখী মেলা উপলক্ষে মাটির খেলনা তৈরির নানা কর্মকাণ্ডের চিত্র নিয়ে এই ছবির গল্প

চাক ঘুরিয়ে মাটি দিয়ে খেলনা তৈরি করছেন কুমার
চাক ঘুরিয়ে মাটি দিয়ে খেলনা তৈরি করছেন কুমার
খেলনাগুলো প্রখর রোদে শুকাতে নিচ্ছে পরিবারের দুই কিশোরী
রোদে শুকাতে দিচ্ছেন খেলনা
শুকানো শেষে পোড়াতে নিচ্ছেন খেলনা
পোড়ানোর জন্য চুল্লিতে সাজানো হচ্ছে মাটির তৈরি নানা খেলনা
পোড়ানো শেষে খেলনাগুলো বের করা হচ্ছে
পোড়ানো খেলনা স্তূপ করে রাখা হয়েছে রং করার জন্য
খেলনাগুলো রং করছেন এক কুমার
নানা ধরনের জীবজন্তু, ফুল ও পাখির অবয়বে তৈরি করা মাটির খেলনায় রং করছেন তিনি
সব খেলনা রং করা শেষে বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে