হাওরে ধান কাটার ধুম

হাওরাঞ্চলে বৈশাখ মানে বোরো ধান ঘরে তোলার সময়। এবারও বৈশাখের শুরু থেকে সিলেটের বিভিন্ন হাওরে ধান কাটার ধুম লেগেছে। আবহাওয়া অনুকূলে থাকায় খুশিমনে ধান কেটে এনে মাড়াই শেষে গোলায় তুলছেন কৃষকেরা। পুবালি বাতাসে বইছে ধানের মনমাতানো গন্ধ। সিলেট সদরের জিলকার হাওর থেকে ছবিগুলো সম্প্রতি তোলা—

কাটা ধানের আঁটি হাতে হাস্যোজ্জ্বল কৃষক
কাটা ধানের আঁটি হাতে হাস্যোজ্জ্বল কৃষক
ধান কাটার পর আঁটি বাঁধছেন কৃষক
কেটে আনা ধান নৌকা থেকে নামানো হচ্ছে
খেতের পাশেই চরছে ধান মাড়াইয়ের কাজ
মাড়াই শেষে বস্তায় ধান ভরে রাখা হচ্ছে
ঠেলায় করে ধানের বস্তা নেওয়া হচ্ছে বাড়ির পথে
ধান কাটা ও মাড়াইয়ের ফাঁকে হাওরের পানিতে হাত-মুখ ধুয়ে নিচ্ছেন একজন
বৈশাখের তপ্ত দুপুরে কাজের ফাঁকে কৃষকদের খাবারের আয়োজন
মাড়াইয়ের পর ধান শুকানোর জন্য ঢালা হচ্ছে
হাতের তালুতে ধান নিয়ে মান যাচাই করছেন একজন
সড়কে চলছে ধান শুকানোর কাজ
কুলায় ধান ঝেড়ে নিচ্ছেন এক কিষানি