দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটায়। চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোর থেকে ভোটকেন্দ্র আসতে শুরু করেছেন ভোটাররা। কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলেও বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত হয় একজন। একাধিক কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসবের মধ্যেও নতুন ভোটাররা প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত। কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। এমন কিছু ভোটকেন্দ্রের ছবি দিয়ে ছবির গল্প।