মামলার আলামতের যানবাহনগুলোর জীর্ণদশা

সারি সারি যানবাহন রাখা। প্রাইভেট কার থেকে শুরু করে মোটরসাইকেল, কী নেই সেখানে। আছে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা–ভ্যান। খোলা আকাশের নিচে অযত্নে পড়ে আছে এসব যানবাহন। রোদ আর বৃষ্টিতে নষ্ট হচ্ছে কলকবজা। এই চিত্র চট্টগ্রামের আদালত চত্বরের। নানান অপরাধমূলক কর্মকাণ্ড বা দুর্ঘটনার আলামত হিসেবে এসব যানবাহন জব্দ করা হয়েছিল। এখন অযত্ন–অবহেলায় নষ্ট হচ্ছে যানবাহন, আলামত। ছবিগুলো সম্প্রতি তোলা।

জায়গার সংকুলান হচ্ছে না। তাই গাড়ির ওপর রাখা হয়েছে আরও একটি গাড়ি।
জায়গার সংকুলান হচ্ছে না। তাই গাড়ির ওপর রাখা হয়েছে আরও একটি গাড়ি।
খোলা আকাশের নিচে পড়ে আছে রিকশা-ভ্যান। নষ্ট হচ্ছে কলকবজা।
ধুলার আস্তর জমেছে জব্দ করা মোটরসাইকেলগুলোর ওপর।
জব্দ করা সিএনজিচালিত অটোরিকশাটি এখন অযত্নে যেন মাটিতে মিশে যেতে শুরু করেছে।  
আদালত এলাকায় এভাবে ফেলে রাখা হয়েছে জব্দ করা বিভিন্ন যানবাহন।
অযত্নে ফেলে রাখায় গাড়ির চাকার টায়ার ফেটে গেছে। গাড়িতে মরিচা পড়েছে। খুলে নেওয়া হয়েছে হেডলাইট।
চুরি ঠেকাতে প্রাইভেট কারের চাকায় তালা ঝুলছে।
জব্দ করে আনা সিএনজিচালিত অটোরিকশাটি অযত্নে পড়ে আছে। এখন সেটি রীতিমতো ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে।
উল্টো করে রাখা রিকশাটির আসনসহ অনেক অংশ খুলে পড়ছে।
খুলে পড়ে গেছে জব্দ করে আনা প্রাইভেট কারের পেছনের অংশ।