চার ঘণ্টার পেঁয়াজের হাট

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের নালার মোড়ের ত্রিমুখী সড়কের ওপর সপ্তাহের দুই দিন শুক্র ও মঙ্গলবার বসে পেঁয়াজের হাট। আশপাশের কৃষকেরা তাঁদের উৎপাদিত পেঁয়াজ নিয়ে জড়ো হন এই হাটে। ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত চার ঘণ্টার এই হাট ক্রেতা-বিক্রেতায় হয়ে ওঠে জমজমাট। এক হাটেই প্রায় পাঁচ কোটি টাকার পেঁয়াজ বিক্রি হয়। চার ঘণ্টার পেঁয়াজের হাট নিয়ে এবারের ছবির গল্প:

হাটে ভ্যানের ওপর রাখা পেঁয়াজের দরদাম করা হচ্ছে
হাটে ভ্যানের ওপর রাখা পেঁয়াজের দরদাম করা হচ্ছে
পেঁয়াজের মান যাচাই করছেন এক ক্রেতা
ক্রয় করা পেঁয়াজ স্তূপ করে রাখা হচ্ছে
টাকা গুনছেন এক ব্যবসায়ী
সারি সারি পেঁয়াজের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষকেরা
ক্রয় করা পেঁয়াজের বস্তা সাজিয়ে রাখা হয়েছে
পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে এভাবে পরিমাপ করা হচ্ছে
ব্যাগ থেকে পড়ে যাওয়া পেঁয়াজ তুলে নিচ্ছেন এক কৃষক
হাটের মধ্যে ঘুরে ঘুরে সেদ্ধ ডিম বিক্রি করছেন এক নারী
কাঙ্ক্ষিত দাম না পেয়ে পেঁয়াজ ফেরত নিয়ে যাচ্ছেন এক কৃষক