ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের নালার মোড়ের ত্রিমুখী সড়কের ওপর সপ্তাহের দুই দিন শুক্র ও মঙ্গলবার বসে পেঁয়াজের হাট। আশপাশের কৃষকেরা তাঁদের উৎপাদিত পেঁয়াজ নিয়ে জড়ো হন এই হাটে। ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত চার ঘণ্টার এই হাট ক্রেতা-বিক্রেতায় হয়ে ওঠে জমজমাট। এক হাটেই প্রায় পাঁচ কোটি টাকার পেঁয়াজ বিক্রি হয়। চার ঘণ্টার পেঁয়াজের হাট নিয়ে এবারের ছবির গল্প: