বাবুই পাখির ‘কাঁচা ঘর খাসা’

বাবুইকে শৈল্পিক কারিগর বলা হয়। এই পাখির শৈল্পিক বাসা যে কারও নজর কাড়ে। এদের বাসা দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনই মজবুত। বাবুই অন্যান্য গাছে বাঁধলেও তালগাছেই বেশি বাসা বাঁধে। বগুড়ার গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের পথের ধারে তালগাছে বাসা বাঁধছে একঝাঁক বাবুই। ছবিগুলো গত সোমবার (১২ জুন) তোলা।

বাসা বোনার সময় চারদিকে নজর রাখে বাবুই
বাসা বোনার সময় চারদিকে নজর রাখে বাবুই
বাসা বোনায় বাবুই যেন ক্লান্তিহীন
বাসা বুনছে এক জোড়া বাবুই
বাসা বোনা শুরু করেছে বাবুই পাখিটি
নিজের বোনা বাসায় ঢুকেছে একটি বাবুই
বাসা থেকে বের হচ্ছে বাবুই পাখিটি
পাখা ঝাপটিয়ে ভারসাম্য রেখে বাসা বুনছে বাবুই পাখি
একটি বাবুই বাসা বুনছে, আরেকটি উড়ে যাচ্ছে