সেই জাদুঘরে আছে ১১ জাতিগোষ্ঠীর দুর্লভ সব সামগ্রী

বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের ১১টি জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য বান্দরবানে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট’–এর ভেতরে একটি জাদুঘর রয়েছে। এই জাদুঘরে পার্বত্য অঞ্চলে বসবাসকারী ১১টি জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির বিভিন্ন নিদর্শন দেখতে পাওয়া যায়। জাদুঘরে বিভিন্ন গোষ্ঠীর প্রাত্যহিক জীবনে ব্যবহৃত দুর্লভ সামগ্রী সংগ্রহে রাখা হয়েছে, যার মধ্যে অনেক কিছুই বর্তমানে বিলুপ্তির পথে।

ম্রো সম্প্রদায়ের রামসেংছ (পুরুষদের কানের দুল) ও মেয়েদের সিমুমপ্রুত (কোমর সিকিছড়া)
ম্রো সম্প্রদায়ের রামসেংছ (পুরুষদের কানের দুল) ও মেয়েদের সিমুমপ্রুত (কোমর সিকিছড়া)
ম্রো সম্প্রদায়ের খকখেন (পায়ের খারু)
তঞ্চগ্যা নারীদের গলার গহনা–হাঁসুলি (চন্দ্রহার)।
তঞ্চগ্যা সম্প্রদায়ের ঠেঙ হাউ (গোড়ালির কাছে পরার অলংকার)।
পার্বত্য চট্টগ্রাম বোমাং সার্কেলের ১৪তম সার্কেল চিফ বোমাংগ্রী মং শৈ প্রু চৌধুরীর ব্যবহৃত ড্রেসিং টেবিল ও চেয়ার।
কোমর তাঁতে কাপড় বুননরত তঞ্চগ্যা নারীর প্রতিকৃতি।
ত্রিপুরা সম্প্রদায়ের যাকম (প্যাচানো চুড়ি)। নারীরা এটি হাতে পরে থাকেন।
মারমা সম্প্রদায়ের ক্যপই নদং (কানের দুল)
পার্বত্য অঞ্চলে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের দৈনন্দিন ব্যবহারের ঝুড়ি।
বান্দরবানে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট’–এর ভেতরে জাদুঘরের একাংশ।
নিজ নিজ জাতিসত্ত্বার পোশাকে সাজিয়ে রাখা প্রতিকৃতি।
পার্বত্য অঞ্চলে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের জুমে কাজ করার জন্য ব্যবহৃত মাথাল।
মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বুং (ঢোল)।