কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগেই বসেছে পশুর হাট। মূলত ব্যাপারীরা এখান থেকে তুলনামূলক কম দামে পশু কেনেন। পরে তাঁরা তা শহরের হাটে নিয়ে বিক্রি করেন। আনোয়ারা উপজেলার এই পশুর হাটের বেচাকেনা নিয়ে ছবির গল্প।
সৌরভ দাশচট্টগ্রাম
হাটে আনা হয়েছে মহিষ।
বিজ্ঞাপন
হাটে সারি করে বেঁধে রাখা হয়েছে মহিষ।
বিজ্ঞাপন
পশুর হাটে ক্রেতারা দরদাম করছেন। হাটে আনা হয়েছে দেশি গরু। ট্রাক থেকে মহিষ নামানো হচ্ছে।হাট থেকে পশু কিনে ট্রাকে তোলা হয়েছে। রোদ-বৃষ্টি থেকে পশুকে সুরক্ষা দিতে শেড বানানো হয়েছে। হাট থেকে বিভিন্ন স্থানে গরু নিয়ে যাওয়া হচ্ছে।