ডাচ্‌–বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব শুরু

ডাচ্–বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০২৬ শুরু হয়েছে। আজ শুক্রবার সিরাজগঞ্জ ও খুলনায় এই আয়োজন হয়। বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর, খুলনা, নড়াইল ও সাতক্ষীরা অঞ্চলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয় খুলনার জিলা স্কুলে। আর বগুড়া ও সিরাজগঞ্জের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে। অভিভাবকদের সঙ্গে বিপুল আগ্রহে উৎসবে অংশ নেয় শিক্ষার্থীরা।

সকালের স্নিগ্ধ আলোয় নির্দিষ্ট অঞ্চলের প্ল্যাকার্ড হাতে লাইনে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। খুলনা জিলা স্কুল।
সকালের স্নিগ্ধ আলোয় নির্দিষ্ট অঞ্চলের প্ল্যাকার্ড হাতে লাইনে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। খুলনা জিলা স্কুল।
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের শুরু হয়। খুলনা জিলা স্কুল।
বেলুন উড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে উৎসব উদ্বোধন করেন অতিথি ও আয়োজকেরা। খুলনা জিলা স্কুল।
গণিত পরীক্ষা শুরু। খুলনা জিলা স্কুল।
পছন্দের বই কিনতে ভিড় করছেন অনেকে। খুলনা জিলা স্কুল।
জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে শুরু হয় সিরাজগঞ্জের অনুষ্ঠান। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষার্থীরা বইয়ের স্টলে ভিড় করছে। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে উৎসবে শিক্ষার্থীরা। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষার্থীদের সঙ্গে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন অতিথিরা। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
গণিত পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।