‘গরুর বারী’তে সারা দিন

গরু চরানোকে সিলেটের আঞ্চলিক ভাষায় বলে ‘গরুর বারী’। প্রতিদিন একেক পরিবারের দুজন বা একজন এভাবে পাড়ামহল্লার গবাদিপশু একসঙ্গে মাঠে নিয়ে যান। সারা দিন খাস খাওয়ানো শেষে গরুর চরানোর দায়িত্বে থাকা ব্যক্তি গরু নিয়ে গ্রামে ফিরলেই যে যার গরু নিয়ে যান গোয়ালে। পরদিন পালা করে আবারও গ্রামের অন্য কেউ গরু চরাতে মাঠে আসেন। সিলেট অঞ্চলের গৃহস্থ পরিবারের মানুষজন সময় বাঁচাতে এই রীতিতে গবাদিপশু পালন করেন। এতে গরু হারানোর দুশ্চিন্তা যেমন থাকে না, সময়ও বাঁচে। সিলেট সদরের গোপাল এলাকায় বাড়ির পাশে ধানের জমিতে গরু চরাতে এসেছে দুই কিশোরের মাঠে গরু চরানো নিয়ে ছবির গল্প

গ্রামের বেশ কয়েকজনের গরু নিয়ে মাঠে এসেছে দুই কিশোর
গ্রামের বেশ কয়েকজনের গরু নিয়ে মাঠে এসেছে দুই কিশোর
হাতে বাঁশের কঞ্চি নিয়ে দাঁড়িয়ে আছে এক কিশোর
ধান কাটা জমির খড়ে শুয়ে ওম নিচ্ছে বাছুর
দলছুট গরুর পিছে ছুটছে কিশোর
অন্যদের গরুর সঙ্গে আছে রাকিবদের নিজেদের গরু
মাঠে ঘাস খাচ্ছে গরু। উড়ে এসে গরুর পিঠে বসেছে ফিঙে
গরুর পালের দিকে সজাগ দৃষ্টিতে কিশোর সুমন
উঁচু ডাল থেকে গরুর পালের দিকে খেয়াল রাখার জন্য গাছে উঠেছে দুজন
গাছের ডালে ফাঁক থেকে দেখা গরুর পাল