একদিকে আগুন নেভানোর তৎপরতা, অন্যদিকে প্রাণ বাঁচানোর পাশাপাশি সামান্য সম্বলটুকু রক্ষার চেষ্টা। রাজধানীর সবচেয়ে বড় বস্তি কড়াইলে আজ মঙ্গলবার আগুন লাগার পর দেখা গেল এ দৃশ্য। বিকেল সাড়ে পাঁচটার পর মহাখালীর এ বস্তিতে আগুন লাগার পরপরই ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। দুই ঘণ্টা পরও আগুন জ্বলছিল।
