কড়াইল বস্তিতে আগুনের সঙ্গে লড়াই

একদিকে আগুন নেভানোর তৎপরতা, অন্যদিকে প্রাণ বাঁচানোর পাশাপাশি সামান্য সম্বলটুকু রক্ষার চেষ্টা। রাজধানীর সবচেয়ে বড় বস্তি কড়াইলে আজ মঙ্গলবার আগুন লাগার পর দেখা গেল এ দৃশ্য। বিকেল সাড়ে পাঁচটার পর মহাখালীর এ বস্তিতে আগুন লাগার পরপরই ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। দুই ঘণ্টা পরও আগুন জ্বলছিল।

আগুন জ্বলছে কড়াইল বস্তিতে। আজ বিকেলে রাজধানীর সবচেয়ে বড় বস্তিটিতে আগুন লাগে।
আগুন জ্বলছে কড়াইল বস্তিতে। আজ বিকেলে রাজধানীর সবচেয়ে বড় বস্তিটিতে আগুন লাগে।
পুড়ছে টিনশেড ঘর। কড়াইল বস্তির হাজারো ঘরের প্রায় সবই টিন-কাঠের।
ফায়ার সার্ভিস পানি ছিটিয়ে গেলেও আগুনের শিখা ছড়িয়ে পড়ছিল চারপাশে।
দাউ দাউ করে পুড়ে যাচ্ছে কড়াইল বস্তির ঘর।
আগুনে পুড়ছে ঘরের সম্বল, দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই বস্তির এই বাসিন্দাদের।
আগুন এক পাশে লাগার পরপরই কড়াইল বস্তির বাসিন্দারা তাঁদের দরকারি জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেন।
কড়াইল বস্তিতে আগুন লাগার পর নিরাপদ আশ্রয়ের খোঁজে এই ছোটা।
আগুনে পুড়ছে ঘর, দূর থেকে তা দেখছেন বস্তির বাসিন্দারা।
আগুন লাগার পর ঘরের চালের টিন খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেন কেউ কেউ।
আগুন নিয়ন্ত্রণে ছিটানো হচ্ছে পানি। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কড়াইল বস্তির আগুন নেভাতে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান বস্তির বাসিন্দারাও।