ছাতা নিয়ে ব্যস্ততা

বর্ষা এলেই ছাতার চাহিদা বেড়ে যায়। অনেকেই তখন নিজের পছন্দ অনুযায়ী ছাতা কিনতে দোকানে ভিড় জমান। কেউ কেউ আবার সারাইয়ের দোকানে গিয়ে পুরোনো ছাতা ঠিকঠাক করে নেন। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ছোট-বড় বিভিন্ন রঙের ছাতা তৈরি করতে এখন ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন কারখানা শ্রমিকেরা। চট্টগ্রামের লালদীঘি এলাকায় ছাতা তৈরি ও বেচাকেনায় ব্যস্ততা নিয়ে এই ছবির গল্প সাজানো হয়েছে। ছবিগুলো গতকাল মঙ্গলবার তোলা।

কারখানায় ছাতা তৈরি করছেন কয়েকজন।
কারখানায় ছাতা তৈরি করছেন কয়েকজন।
ছাতার কাপড়ের সঙ্গে শিকগুলো সেলাই করে লাগানো হচ্ছে।
ছোট এসব কারখানায় কাজ করেন পাঁচ থেকে ছয়জন শ্রমিক।
দোকানে ছাতা দেখছেন একজন ক্রেতা।
শিশুদের জন্য ছোট ছোট ছাতাও বিক্রি হচ্ছে দোকানে।
ছাতা ঠিক আছে কি না, তা দেখে নিচ্ছেন একজন ক্রেতা।
সারাইয়ের জন্য ছাতা দেখাচ্ছেন এক পথচারী।
কিছু ছাতায় ব্যবহার করা হয় এসব কাঠের হাতল।