বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে বর্ষবরণ

রাজধানীর গুলশান-২-এর বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে আজ সোমবার অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। এর যৌথ আয়োজক গুলশান সোসাইটি ও অলিগলি বন্ধু। এই আয়োজনের নানান মুহূর্ত নিয়ে ছবির গল্প।

বর্ষবরণ অনুষ্ঠানে অতিথিরা।
বর্ষবরণ অনুষ্ঠানে অতিথিরা।
নেচেগেয়ে স্বাগত জানানো হয় নতুন বর্ষকে।
দলীয় নৃত্য পরিবেশনা।
মঞ্চে শিশুদের পরিবেশনা।
নববর্ষে শিল্পীদের পরিবেশনা।
অনেকে পান্তাভাতসহ খাবার নিয়ে আসেন পার্কে।
নববর্ষের আয়োজনে এসেছে শিশু।
পার্কে বৈশাখী সাজে শিশুরা।
শিল্পী কনক আদিত্য সংগীত পরিবেশন করেন।
দর্শকদের আনন্দ উৎসব।
উৎসবে আনা হয় নাগরদোলা।