খানাখন্দে জমে আছে পানি। কাদার কারণে হাঁটাও মুশকিল। এর মধ্যেই কোনোমতে বাস চলছে, যাত্রীরা বাসে ওঠানামা করছে। এমনই বেহাল চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল। ছবিগুলো গত বৃহস্পতিবার তোলা।
টার্মিনালের বিভিন্ন জায়গায় এমন খানাখন্দ তৈরি হয়েছে
বিজ্ঞাপন
খানাখন্দের কারণে যাত্রীদের চলাচলে অসুবিধা হয়
বিজ্ঞাপন
টার্মিনালে এভাবে ময়লা জমে থাকে টার্মিনালের একপাশে স্তূপ করে রাখা হয় টায়ার কাদার কারণে হাঁটাও কঠিন জমে থাকা পানিতে শেওলা পানি আর কাদার জন্য রাখা যায় না বাস জমে থাকা পানিতে ভ্যান গাড়ি পরিষ্কার করে নিচ্ছেন একজন কাদা আর ময়লা ডিঙিয়ে লোকজনকে চলাচল করতে হয় জমে থাকা পানিতে মশা বেড়েছেপুরো বাস টার্মিনালেই এমন অবস্থা পানি মাড়িয়ে যাচ্ছেন একজন