গ্রীষ্মের এ সময়ে কখনো রোদ আবার কখনো আকাশ কালো করে নামে বৃষ্টি। মেঘলা বিকেল প্রকৃতিতে নিয়ে আসে অন্য রকম স্নিগ্ধতা। সিলেটে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে প্রাণ ফিরে পাচ্ছে খাল-বিল, হাওর–বাঁওড়। মেঘে ঢাকা আকাশ প্রতিফলিত হচ্ছে নতুন পানিতে। সে পানিতে ভাসছে নৌকা। বৃষ্টিস্নাত সবুজ গাছপালা, হাওর–বাঁওড়ের পানি আর আকাশ কালো করা মেঘ প্রকৃতিতে ফুটিয়ে তুলেছে অপরূপ দৃশ্যের। ছবিতে ধরা পড়েছে মেঘের চাদরে মোড়া বিকেলের কিছু মুহূর্ত: