মেঘের চাদরে মোড়া বিকেল

গ্রীষ্মের এ সময়ে কখনো রোদ আবার কখনো আকাশ কালো করে নামে বৃষ্টি। মেঘলা বিকেল প্রকৃতিতে নিয়ে আসে অন্য রকম স্নিগ্ধতা। সিলেটে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে প্রাণ ফিরে পাচ্ছে খাল-বিল, হাওর–বাঁওড়। মেঘে ঢাকা আকাশ প্রতিফলিত হচ্ছে নতুন পানিতে। সে পানিতে ভাসছে নৌকা। বৃষ্টিস্নাত সবুজ গাছপালা, হাওর–বাঁওড়ের পানি আর আকাশ কালো করা মেঘ প্রকৃতিতে ফুটিয়ে তুলেছে অপরূপ দৃশ্যের। ছবিতে ধরা পড়েছে মেঘের চাদরে মোড়া বিকেলের কিছু মুহূর্ত:

আকাশজুড়ে মেঘের ঘনঘটা। টানা বৃষ্টিতে হাওরে জমা হওয়া নতুন পানিতে চলছে নৌকা।
আকাশজুড়ে মেঘের ঘনঘটা। টানা বৃষ্টিতে হাওরে জমা হওয়া নতুন পানিতে চলছে নৌকা।
বৃষ্টিস্নাত গাছপালা আর কালো মেঘের মিতালিতে প্রকৃতিতে অন্য রকম এক স্নিগ্ধতা।
আকাশে কালো মেঘের ওড়াউড়ি। প্রকৃতিতে শীতল পরশ।
আকাশে ভেসে বেড়াচ্ছে কালো মেঘ। নিচে বৃষ্টিস্নাত সবুজ প্রকৃতি চোখে প্রশান্তি এনে দেয়।
মেঘলা বিকেলে হাওরে খাবারের খোঁজে রাজহাঁসের দল।
বিকেলের গোধূলি লগ্নে মেঘ, সবুজ প্রকৃতি, নদী আর নদীতে চলা নৌকা তৈরি করেছে অপরূপ দৃশ্যের।
কালো মেঘে নেমেছে অন্ধকার, যেকোনো মুহূর্তে নামবে বৃষ্টি।
বর্ষণমুখর প্রকৃতি। এরই মধ্যে নৌকা নিয়ে ঘাটে যাচ্ছেন দুই ব্যক্তি।
সন্ধ্যা নামার আগে গরু নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি।