প্রকৃতিতে হেমন্তের আগমনী

শরৎ বিদায় নিচ্ছে। প্রকৃতিতে হেমন্তের আগমনীর ছোঁয়া। সকালের নরম রোদে দূর্বা ঘাসে ঝলমল করছে শিশিরবিন্দু। ধানগাছের ডগায় লেগে থাকা শিশির সোনালি আলোয় মুক্তার মতো ঝলমল করছে। প্রকৃতি পেয়েছে নতুন রূপ। হালকা কুয়াশায় শীতের আমেজ জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। সিলেটের ইসলামপুর ও খাদিমপাড়া এলাকা ঘুরে হেমন্তের আগমনী নিয়ে ছবির গল্প:

সোনালি রোদে ঝলমল করছে ধানগাছের ডগায় লেগে থাকা শিশিরবিন্দু
সোনালি রোদে ঝলমল করছে ধানগাছের ডগায় লেগে থাকা শিশিরবিন্দু
ধানের পাতায় লেগে থাকা শিশির সূর্যের আলো পড়তেই ঝিকিমিকি করছে
হেমন্তের আগমনী জানান দিচ্ছে শিশিরের স্নিগ্ধতা
ঘাসের মাথায় লেগে থাকা শিশির সকালের আলোয় ঝলমল করছে
কাঁধে মাছ ধরার ফাঁদ নিয়ে ধানখেতের পাশ দিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি
সকালের সোনালি আলোয় অপরূপ ধানখেত
শিশিরভেজা সকালে ঘাস কাটছেন এক ব্যক্তি
ছাতা রেখে মাঠে গিয়েছেন কৃষক
সোনালি সূর্যালোকে এ যেন প্রকৃতির ক্যানভাস
শিশিরে সিক্ত কচুরিপানা ফুল