ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

সকালের কনকনে শীত উপেক্ষা করে ভারত, জাপান, নেপাল ও ডেনমার্কের চার নাগরিকসহ বিভিন্ন জেলার ৩৫০ দৌড়বিদ ২১, ১০, ৫ ও ২ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। এই হাফ ম্যারাথনে তরুণ-তরুণীরা যেমন ছিলেন, তেমনি ছিলেন বয়োজ্যেষ্ঠ ও শিশু–কিশোরেরাও। সকাল ছয়টা থেকে শুরু হওয়া দৌড় প্রতিযোগিতার ২১ কিলোমিটারে ৬৫ জন, ১০ কিলোমিটারে ১৬৮ জন, ৫ কিলোমিটারে ৭৪ জন ও ২ কিলোমিটারে ৪৩ জন অংশ নেয়। অংশগ্রহণকারী সবার জন্য ছিল একটি করে শুভেচ্ছা স্মারক, সনদ, টি-শার্ট। পাশাপাশি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের ট্রফি দেওয়া হয়। এই হাফ ম্যারাথনের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি (বিআরসি)।

দৌড় শুরুর আগমুহূর্তে দলগত ছবি
দৌড় শুরুর আগমুহূর্তে দলগত ছবি
ছোটদের দৌড় শুরুর প্রস্তুতি
বিভিন্ন জেলার দৌড়বিদেরা এই ম্যারাথনে অংশ নেন
তরুণ-তরুণী থেকে শুরু করে ছিলেন বয়োজ্যেষ্ঠ ও শিশু–কিশোরেরাও
জয়ের লক্ষ্যে ছুটছেন খুদে দৌড়বিদেরা
সকালে নরম রোদে চলছে দৌড়
শেষ সীমার কাছে দৌড়বিদেরা
এক প্রতিযোগীর বিজয়ের উচ্ছ্বাস
পুরস্কার গ্রহণ করছেন এক বিদেশি দৌড়বিদ