ঋতু অনুযায়ী শীত আসতে আরও বেশ কিছুদিন বাকি। কিন্তু প্রকৃতিতে শীতের আমেজ বিরাজমান। রাঙামাটিতে এরই মধ্যে ঘন কুয়াশায় ঢেকে যায় শহরের চারপাশ। ভোরে কাপ্তাই হ্রদের ওপর ভেসে থাকে সাদা কুয়াশা। দূরের কিছুই স্পষ্ট দেখা যায় না। এর মধ্যেই জীবিকার তাগিদে নৌকা নিয়ে বের হয়ে পড়েন স্থানীয়রা। রাঙামাটির মৈত্রী নগর কাটাছড়ি এলাকায় কুয়াশামাখা সকাল নিয়ে ছবির গল্প। ছবিগুলো ২২ নভেম্বর শনিবার তোলা।