বিকট শব্দে বজ্রপাত, দ্বিখণ্ডিত মেহগনিগাছ

পাবনা শহরের আকাশ গতকাল মঙ্গলবার সকালে হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। পরে শুরু হয় ঝড়–বৃষ্টি। ঝড়-বৃষ্টির মধ্যে বিকট শব্দে বজ্রপাত হয়। এই বজ্রপাতের পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে থাকা একটি বড় মেহগনিগাছ দ্বিখণ্ডিত অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা। এই খবর ছড়িয়ে পড়লে গাছটি দেখতে এবং ছবি তুলতে ভিড় করে লোকজন। দ্বিখণ্ডিত মেহগনিগাছটি নিয়ে ছবির গল্প।

বড় মেহগনিগাছটি দ্বিখণ্ডিত হয়ে গেছে।
বড় মেহগনিগাছটি দ্বিখণ্ডিত হয়ে গেছে।
অনেকেই গাছটি দেখতে ও ছবি তুলতে আসছেন।
গাছের কাছে কৌতূহলী লোকজন।
গাছের এই অংশ আলাদা হয়ে গেছে।
গাছটি মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে গেছে।
আশপাশের গাছগুলো অক্ষত আছে।
দ্বিখণ্ডিত গাছের মাঝ দিয়ে ঠিকরে পড়ছে সূর্যের রশ্মি।
গাছের ঝরে পড়া শুকনা ডালপালা কুড়িয়ে নিচ্ছেন এক নারী।