শীতকাল এখনো শুরু হয়নি। তবে হেমন্তের হিম হিম ভোরে হালকা শীতের আমেজ দেখা যাচ্ছে। পুরোদমে শীত শুরুর আগেই রাজশাহীর বিভিন্ন গ্রামে আগেভাগে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে। তা দিয়ে বানানো হচ্ছে গুড়। সেসব গুড় বিক্রিও হচ্ছে হাটবাজারে। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট ঘুরে খেজুর গুড়ের কেনাবেচার ছবিগুলো সম্প্রতি তোলা—